বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৭
বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার, ৬ জানুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। নিহত মো. রাসেল শেখ একই গ্রামের মৃত মো. আজিজ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় মো. রাসেল শেখ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা মো. সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২)ও হামলায় আহত হন। স্থানীয়রা এবং পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল শেখকে মৃত ঘোষণা করেন।
আহত রাজিব শেখ জানিয়েছেন, প্রতিপক্ষের একটি চিহ্নিত দল পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, “আমাকেও আক্রমণ করা হয়, তবে আমি দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হই।”
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, “আমরা মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়ার পর রাসেল শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।” তিনি আরও জানান, নিহত রাসেল শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।