ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি উদযাপন

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি::

সংগীত শিক্ষার এক দীর্ঘ ও গৌরবময় পথচলার ২০ বছর পূর্ণ করল বাগীশ্বরী সংগীতালয়। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি উদযাপন করা হয় এই বিশেষ মুহূর্তটি। গতকাল, ১৯ ফেব্রুয়ারি বুধবার, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান, যেখানে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইজাহারুল আহম্মেদ শিহাব ও সহকারী কমিশনার সুব্রত হালদার, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুবীর কান্তি দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী গৌতম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, এবং বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, রূপক ভট্টাচার্য, শিক্ষক পলাশ দে, ব্যাংকার উৎপল চক্রবর্তী, চিকিৎসক সৌমিত্র দাশ, শিক্ষক সমীরণ সেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগীতালয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সেরা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাদের মধ্যে ছিলেন, প্রবেশিকা বর্ষ: প্রথম স্থান – ভবতোষ রুদ্র, দ্বিতীয় স্থান – প্রান্তি ঘোষ, তৃতীয় স্থান – প্রশস্তি ঘোষ, প্রথম বর্ষ: প্রথম – হিমেল গুহ, দ্বিতীয় – পূর্ণা বণিক, তৃতীয় – সৃজন চৌধুরী ও সৃজা চৌধুরী, দ্বিতীয় বর্ষ: প্রথম – প্রিয়ন্তি দাশ পূর্বা, দ্বিতীয় – পারমিতা চৌধুরী ও অপ্সরা সাহা, তৃতীয় – অনিন্দিতা চৌধুরী ও সৌমিক দাশ, তৃতীয় বর্ষ: প্রথম – সজীব চৌধুরী, দ্বিতীয় – চিন্ময় দে, তৃতীয় – অদ্রি সেন, চতুর্থ বর্ষ: প্রথম – অনিরুদ্ধ দাশ, দ্বিতীয় – স্নিগ্ধা দে, তৃতীয় – ঋষিক রায়, পঞ্চম বর্ষ: প্রথম – ডা. সৌমিত্র দাশ, দ্বিতীয় – সৌরভ সাহা, তৃতীয় – নীলাদ্রি দাশ, ষষ্ঠ বর্ষ: প্রথম – অর্পিতা দাশ।

সংগীতানুষ্ঠানের সমাপনী দিনে প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি রজনীকান্ত সেন, কবি অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানসহ ছয়টি গ্রুপে সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যার সূচনা হয় এবং ভবিষ্যতে সংগীতালয় তার গৌরবময় যাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
৫৩৩ বার পড়া হয়েছে

বাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

সংগীত শিক্ষার এক দীর্ঘ ও গৌরবময় পথচলার ২০ বছর পূর্ণ করল বাগীশ্বরী সংগীতালয়। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি উদযাপন করা হয় এই বিশেষ মুহূর্তটি। গতকাল, ১৯ ফেব্রুয়ারি বুধবার, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান, যেখানে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইজাহারুল আহম্মেদ শিহাব ও সহকারী কমিশনার সুব্রত হালদার, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুবীর কান্তি দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী গৌতম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, এবং বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, রূপক ভট্টাচার্য, শিক্ষক পলাশ দে, ব্যাংকার উৎপল চক্রবর্তী, চিকিৎসক সৌমিত্র দাশ, শিক্ষক সমীরণ সেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগীতালয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সেরা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাদের মধ্যে ছিলেন, প্রবেশিকা বর্ষ: প্রথম স্থান – ভবতোষ রুদ্র, দ্বিতীয় স্থান – প্রান্তি ঘোষ, তৃতীয় স্থান – প্রশস্তি ঘোষ, প্রথম বর্ষ: প্রথম – হিমেল গুহ, দ্বিতীয় – পূর্ণা বণিক, তৃতীয় – সৃজন চৌধুরী ও সৃজা চৌধুরী, দ্বিতীয় বর্ষ: প্রথম – প্রিয়ন্তি দাশ পূর্বা, দ্বিতীয় – পারমিতা চৌধুরী ও অপ্সরা সাহা, তৃতীয় – অনিন্দিতা চৌধুরী ও সৌমিক দাশ, তৃতীয় বর্ষ: প্রথম – সজীব চৌধুরী, দ্বিতীয় – চিন্ময় দে, তৃতীয় – অদ্রি সেন, চতুর্থ বর্ষ: প্রথম – অনিরুদ্ধ দাশ, দ্বিতীয় – স্নিগ্ধা দে, তৃতীয় – ঋষিক রায়, পঞ্চম বর্ষ: প্রথম – ডা. সৌমিত্র দাশ, দ্বিতীয় – সৌরভ সাহা, তৃতীয় – নীলাদ্রি দাশ, ষষ্ঠ বর্ষ: প্রথম – অর্পিতা দাশ।

সংগীতানুষ্ঠানের সমাপনী দিনে প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি রজনীকান্ত সেন, কবি অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানসহ ছয়টি গ্রুপে সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যার সূচনা হয় এবং ভবিষ্যতে সংগীতালয় তার গৌরবময় যাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হয়।