বাগমারায় হজে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের আঃ হাকিম শেখের বিরুদ্ধে হজে পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আঃ হাকিম শেখ কম খরচে হজ পালনের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে রফিকুল ইসলামের কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা, পাসপোর্ট ও ভিসা নেন। টাকা গ্রহণের সময় তিনি ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার একটি স্বাক্ষরিত চেক প্রদান করেন। তবে ২০২৪ সালে হজে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হন এবং রফিকুল ইসলামের টাকা ও নথিপত্র ফেরত দেননি। বরং তাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম ছাড়াও প্রায় ১০-১৫ জন অভিযোগ করেছেন যে আঃ হাকিম হজে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে টাকা এবং গুরুত্বপূর্ণ নথি নিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেননি।
এলাকাবাসী জানায়, আঃ হাকিম দীর্ঘদিন ধরে “মেসার্স আবু সিয়াম হজ কাফেলা”র নামে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলছেন। তার বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, “আঃ হাকিমের প্রতারণার বিষয়টি প্রায়শই আমাদের কাছে আসে। আমি একাধিকবার তাকে সতর্ক করেছি। তিনি মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
অভিযুক্ত আঃ হাকিম শেখের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, “আমি এ বিষয়ে পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়েছি।”
ভুক্তভোগীরা আঃ হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।