বাগমারায় নারী ব্যাংক কর্মকর্তাকে প্রতারনার ঘটনায় ৫ সদস্যের চক্র গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে অনলাইন প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, প্রতারিত ওই নারী ফারিয়া ইয়াসমিন (৩১), ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ফিল্ড অফিসার হিসেবে তাহেরপুরে কর্মরত। তাঁকে “ইডেন রিয়্যালিটি কোম্পানিতে” অনলাইন চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারকরা টাকা হাতিয়ে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিহাব উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের মামুন হোসাইন (২২), সাতক্ষীরার রহমত হোসাইন (৩৮), খুলনার নাসিম ঢালী ও নাজমুস সাকিব, ঢাকার আরিফুর রহমান।
পুলিশ জানায়, গত ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফারিয়ার মোবাইলের টেলিগ্রাম অ্যাপে বার্তা পাঠিয়ে পরিচয় গোপন রেখে “অতিরিক্ত লাভ” পাওয়ার লোভ দেখায় একটি সংঘবদ্ধ চক্র। একটি গ্রুপে যুক্ত করে প্রথমে ৮ হাজার টাকা জমা দিতে বললে তিনি সম্মতি দেন। পরবর্তী সময়ে মোট ১৬ লাখ ৩৮ হাজার ৪ টাকা পাঠানোর পর গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়।
মামলার পর থেকে পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে এবং বিভিন্ন জেলা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।
ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, “এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। টাকা উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।”