বাংলাদেশ ফুটবল দলের থেকে বাদ পড়ে ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকরা, আর তাদের মনে নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে, ফাহমিদুল ইসলাম নিজেই মুখ খুলেছেন এবং সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামার আশা ব্যক্ত করেছেন।
ইতালি থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেয়ার পর ফাহমিদুল সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন, তবে তাও তাকে ভারত ম্যাচের দলে রাখা হয়নি। এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, যারা মনে করছেন, কোনো অদৃশ্য সিন্ডিকেটের কারণে ফাহমিদুল বাদ পড়েছেন। এরই মধ্যে তারা বাফুফে সভাপতির সঙ্গেও যোগাযোগ করেছেন।
এদিকে, ফাহমিদুল নিজের ফেসবুক পেজে লেখেন, “বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ, তাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য। আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া। যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি আমার গভীর সমাদর।”
এছাড়া, ফাহমিদুল জানান, “আমি বিশ্বাস করি, সবকিছুর পেছনেই একটা (ভালো) কারণ থাকে। এখনো আমার যাত্রার অনেকটা বাকি।” তিনি আরও বলেন, “ইনশা-আল্লাহ, যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে পা রাখব এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের নিজের সবকিছু উজাড় করে দেব।”
ফাহমিদুল এখনো হতাশ হননি এবং দেশ ও সমর্থকদের জন্য তার স্বপ্ন পূরণের পথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন।