বঙ্গোপসাগরে অনুপ্রবেশ: ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলে আটক
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট) রাতে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বানৌজা বিষখালী নামক যুদ্ধজাহাজ এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত ট্রলারের নাম এফ.বি. পারমিতা। নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় ট্রলারটিসহ জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নিয়ে আসে।
ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া গেছে, যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি আরও জানান, আটক জেলেরা সবাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় বেআইনিভাবে মাছ ধরার দায়ে আটক ১৪ জন ভারতীয় জেলের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ.বি. ঝড় ও এফ.বি. মঙ্গল চণ্ডী নামের আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
বাংলাদেশের জলসীমায় বারবার এ ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় জেলে ও মৎস্য প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।