বকশীগঞ্জ হাসপাতাল কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের চিকিৎসা সেবার মান এবং অন্যান্য সেবা সংক্রান্ত বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। তিনি উপস্থিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের নির্দেশ দেন যে, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে হবে, যেন কোনভাবেই রোগীদের সেবা প্রদান বা চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স এবং অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, তিনি জামালপুর জেলার সিভিল সার্জন হিসেবে সদ্য যোগদান করেছেন এবং তার লক্ষ্য সারা জেলার চিকিৎসা সেবার গুণগতমান উন্নয়ন করা।
তিনি আরো বলেন, “আমাদের চিকিৎসক ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রোগীদের অহেতুক হয়রানি করা বা সেবার ঘাটতি না ঘটে। তবে বকশীগঞ্জ একটি পিছিয়ে পড়া উপজেলা, যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র। তাই এই উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও অগ্রাধিকার দেওয়া হবে।”
এ পরিদর্শনে উপস্থিত কর্মকর্তা ও স্টাফরা সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবা আরও উন্নত করতে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন।