বকশীগঞ্জে পিকআপ চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষক আফরিনের
জামালপুরের বকশীগঞ্জে পিকআপ চাপায় ফৌজিয়া আফরিন (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের বাসিন্দা এবং রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা জাকিরুল ইসলামের স্ত্রী।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ফৌজিয়া আফরিন প্রতিদিনের মতো নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, ফৌজিয়া আফরিন ছিলেন একজন দায়িত্বশীল ও প্রিয় শিক্ষক। তার অকাল প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো।
পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি খন্দকার শাকের আহমেদ।