বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসেন আলী।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প, সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।