ফেনীতে বিমান বিধ্বস্ত ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত
উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় ফেনীতে পূর্বঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই মাসের পদযাত্রা স্থগিত করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, দুর্ঘটনার জরুরি সেবার অংশ হিসেবে দলের চিকিৎসকদের একটি টিম ইতোমধ্যে কাজ করছে। এ কারণে শুধুমাত্র ফেনীতেই নয়, মঙ্গলবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে আয়োজন করা পদযাত্রাগুলোও স্থগিত রাখা হয়েছে।
এর আগে, বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও সমাবেশের আয়োজন ছিল। দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে এনসিপি নেতাকর্মীরা শহরে উপস্থিত হতে শুরু করেন।
ট্যাগস :