ফেইক আইডির আড়ালে অনলাইন অপরাধ, অবশেষে আটক ‘রেহানা আক্তার রেহেনা’
রেহানা আক্তার রেহেনা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডির আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইন অপরাধে জড়িত থাকা এক যুবককে অবশেষে আটক করেছে পুলিশ। চৌমুহনী এলাকার এই যুবক ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়াচ্ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য, উদ্দেশ্যমূলক পোস্ট ও চরিত্রহননের অভিযোগে তাকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে-তাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, “আমরা প্রযুক্তির সহায়তায় আরও কয়েকটি ভুয়া আইডির তথ্য সংগ্রহ করছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার রোধে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা ভবিষ্যতে ভুয়া আইডি ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।