ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া/কবিতা আবৃত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস নিগার সুলতানা সিথী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, মোঃ সউদ খান, মোঃ ছাদিম মিয়া ও আবুল হাসেম খান।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষার দু’জন সফল অভিভাবক নিমন্ত্রণ করেছেন, সন্তানদের সু-শিক্ষা ও উচ্চশিক্ষা লাভের জন্য যারা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করেছেন মোঃ আদিব মিয়া এবং মোঃ ফাইজুল্লাহ খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমিন্ডত করেছেন অত্র এলাকার যুব সমাজ সেবক ফেরদৌস খান, মোঃ ছফর খান, ফারুক শেখ ও শাখাওয়াত হোসেন খান। কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেছেন, মাওলানা আলী খান রাজিব।
প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে সন্ধ্যার পর অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসন রাসেল ও পরিচালক আবুল কালাম খান তুষার ১০০% উপস্থিতি শিক্ষার্থীদের ও সেরা মায়েদেরসহ সিনিয়র সিটিজেন শিক্ষার্থীদের দাদা, দাদু, নানা, নানুদের হাতে পুরস্কার তুলেদিয়ে সম্মানিত করেন।



















