ফুলতলায় বাগান থেকে উদ্ধার নবজাতক, দত্তক নিতে আগ্রহী বহু পরিবার
খুলনার ফুলতলা উপজেলায় একটি বাগান থেকে ফুটফুটে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন মিস্ত্রি পাড়া এলাকার একটি বাগানে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় এক গৃহবধূ তাকে উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে নবজাতকটিকে দত্তক নিতে উৎসুক নিঃসন্তান দম্পতি ও শিশুপ্রেমীদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়া এলাকার গৃহবধূ সোনিয়া (৩২) শিশুটির কান্না শুনে বাগানের দিকে এগিয়ে যান এবং সেখানে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করেন। পরে স্থানীয় সাংবাদিক তাপস কুমার বিশ্বাসের সহায়তায় শিশুটিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
শিশুটির উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ফুলতলা হাসপাতালে ভিড় জমায় শতাধিক উৎসুক জনতা। এর মধ্যে অনেক নিঃসন্তান দম্পতিসহ শিশুপ্রীতিতে আগ্রহী মানুষজন দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অনেকে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিস ও থানা পুলিশের দ্বারস্থ হন।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জাহান বলেন, “শিশুটিকে সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেভ হোমে পাঠানো হবে। পরে যারা দত্তক নিতে আগ্রহী, তাদের যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।”