খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দ মাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার ও মাহিন্দ্রের মধ্যে সংঘর্ষে মো: হাফিজুর রহমান (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আটজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ বিকাল সোয়া ৪টার দিকে। নিহত ব্যক্তি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আনসার আলী আকনের ছেলে মো: হাফিজুর রহমান। দুর্ঘটনায় আহতরা হলেন: ফুলতলা যুগ্নীপাশা এলাকার মো: তপু ইসলাম (২৮), অভয়নগর পোড়াখালী এলাকার ফারুক (৩৫), তার স্ত্রী শিরিন (৩০) এবং তাদের দুই সন্তান মেহেদী হাসান (১০) ও রুজাইনা (৭), খুলনার আব্দুল কুদ্দুসের ছেলে আসলাম (৫), কুস্টিয়ার আলমের ছেলে আকাশ (২৮) এবং অভয়নগরের কৃঞ্চ কুমারের পালের ছেলে সৌমিক (১২)।
অহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, তাঁদের অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুলতলা থানার এসআই সুকান্ত কর্মকার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় প্রাইভেটকারটি খুলনার একটি বিয়ের গাড়ি ছিল। তিনি আরো জানান, আহত বরের নাম মো: আসলাম (৫), পিতা: আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলে প্রাইভেটকার ও মাহিন্দ্রটি রাখা হয়েছে নোয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ফাড়িতে।