ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চিরিরবন্দরে মুসল্লিদের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন মসজিদের মুসল্লি ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে রংপুর-দিনাজপুর মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চম্পাতলী বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন এলাকার মুসল্লি ও স্থানীয় জনগণ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না, তোমার বুটের লাথিতে আমার পাঁজর ভেঙে দাও, কিন্তু আমার সন্তানকে ছুঁয়ো না”—এমন আবেগঘন কথায় ফিলিস্তিনি শিশুদের দুরবস্থার চিত্র তুলে ধরেন বক্তারা।
তারা জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ৫০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বক্তারা ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।