ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘গাজা যুদ্ধ বন্ধে’ আন্তর্জাতিক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ অবস্থান জানান।
তিনি বলেন, “গাজার জনগণকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত করা হচ্ছে। গাজায় খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের প্রবেশ বাধাহীনভাবে নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির সঙ্গে এই বিষয়কে মেলানো যাবে না।”
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তরফে গাজাবাসীকে উচ্ছেদ করে গাজাকে ‘আধুনিক শহর’ হিসেবে গড়ে তোলার প্রস্তাবের কড়া সমালোচনা করে সৌদি মন্ত্রী বলেন, “এই ধরনের প্রস্তাব আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও জানান, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব পূর্ণ আস্থা রাখে এবং তাদের প্রচেষ্টাকে সমর্থন করে।
সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরাও গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানান। তারা বর্তমানে পশ্চিমতীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এসব অঞ্চলকে একীভূত করার আহ্বান জানান।
এছাড়া ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি এলাকায় অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণেরও নিন্দা জানানো হয় সম্মিলিত বিবৃতিতে।