ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রস্তাবকে সৌদি আরব বিস্তারিতভাবে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া শহরে ‘গাজা যুদ্ধ বন্ধে’ অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি মন্ত্রী তাদের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, গাজার ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক দ্রব্য থেকে বঞ্চিত করা হচ্ছে, যা একটি মানবাধিকার লঙ্ঘন।
প্রায় দেড় মাস আগে গাজায় ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করে, যেখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় খাদ্য ও প্রয়োজনীয় পণ্য প্রবাহের কোনো বাধা থাকা উচিত নয়। এই ব্যাপারে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার গাজার ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সৌদি এই প্রস্তাবটি বিষদভাবে প্রত্যাখ্যান করেছে।
এছাড়া, সৌদি মন্ত্রী জানায়, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করছে, এবং সৌদি আরব এই দেশের উদ্যোগকে সমর্থন জানায়।
বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীরাও একীভূত হয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন, যেখানে তারা গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের মতে, ফিলিস্তিনের সকল অঞ্চলকে একীভূত করার আহ্বান জানানো হয়েছে, যেখানে পশ্চিম তীর শাসন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং গাজা শাসন করছে হামাস।
অবশেষে, ইসরায়েলের বসতি স্থাপন ও সম্প্রসারণ কার্যক্রমেরও নিন্দা করা হয়েছে।