প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, চক্রের মূল হোতা গ্রেফতার
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূল হোতা মোঃ আরমান শেখ (২২) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬। বৃহস্পতিবার (৩ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের শিকার ভিকটিম নারী ও মুক্তিপণের টাকা উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃত আরমান শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙা গ্রামে।
বৃহস্পতিবার খুলনা র্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দুই মাস আগে ভিকটিমের সাথে এক নারীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে ঐ নারী ভিকটিমকে দেখা করার প্রস্তাব দেয়।
গত মঙ্গলবার (১ এপ্রিল) ভিকটিম ঐ নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লারহাটের জয়ডিহি বাসস্ট্যান্ডে যায়। ঐ নারীর পাঠানো ভ্যানে করে ভিকটিম বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে সাতারচর এলাকায় পৌঁছালে অপহরণ চক্রের মূল হোতা আরমান শেখসহ সাতজনের একটি দল তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে একটি টিনের ঘরে আটকে রেখে চক্রটি ভিকটিমকে শারীরিক নির্যাতন করে এবং ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে তার জামা-কাপড় খুলে ভিডিও ধারণের চেষ্টা করে।
অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরূপায় হয়ে ভিকটিমের মা বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠান। এর পর র্যাব-৬, সদর কোম্পানির আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে এবং খুলনার রূপসা এলাকা থেকে ভিকটিম নারীসহ চক্রের মূল হোতা আরমান শেখকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।