প্রস্তুত গোর-এ-শহীদ ময়দান, সকাল ৯টায় ঈদ জামাত
দেশের বৃহত্তম ঈদগাঁ মাঠ, গোর-এ-শহীদ ময়দান, ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। মাঠের সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং এবং ওজুখানার কাজ সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, জানিয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, তিনি ৩০ মার্চ সোমবার বিকালে পুলিশ সুপারসহ মাঠ পরিদর্শন করেছেন।
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার আগে থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, তবে ২০১৬ সাল থেকে এখানে বড় পরিসরে জামাত আয়োজন শুরু হয়। নতুন করে বিশাল মিনার নির্মাণ এবং মাঠের সম্প্রসারণের মাধ্যমে প্রায় ২৩ একর এলাকা জুড়ে ঈদগাঁ মাঠ স্থাপন করা হয়েছে। ৫১৭ ফুট দৈর্ঘ্য ও ৫২টি গম্বুজ বিশিষ্ট মিনারটির মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “মাঠে নামাজের কাতারের জন্য ৮০০ ফুট দৈর্ঘ্য এবং ৮০০ ফুট প্রস্থের (বর্গাকৃতি) ব্যবস্থা করা হয়েছে। এক কাতারে প্রায় ৫৩০ জন নামাজ আদায় করতে পারবেন এবং দুই শতাধিক কাতার প্রস্তুত রাখা হয়েছে।”
দিনাজপুর জেলা পুলিশের এসপি মারুফাত হুসাইন জানান, নামাজ আদায়কারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন ইউনিটের সাড়ে ৩০০ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।