পুলিশের ওপর হামলা
প্রধান আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার মামলায় প্রধান আসামি মো. পলাশ শেখকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুলাই) খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. নাজমুল কবির মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও প্রভাষ চন্দ্র।
পলাশ শেখ বারাসাত গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তাকে গত ১৬ জুলাই রাতে রূপসা উপজেলার একটি চেকপোস্ট থেকে তেরখাদা থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও সহযোগিতা করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত একদিনের জেলগেট রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুন দুপুরে একটি মারামারির মামলার আসামিকে গ্রেফতার করতে অভিযান চালান তেরখাদা থানার এসআই মেহেদী হাসান। এ সময় পলাশ শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে পার্শ্ববর্তী বিল এলাকা থেকে ধরে ফেলে। তার চিৎকারে সাড়া দিয়ে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি, রড ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই রবীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল সোহেল রানা ও জয়ন্ত রায়সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এজাহারে উল্লেখ করা হয়, কনস্টেবল সোহেল রানাকে রামদা দিয়ে কোপ দিলে তার ডান হাতে গুরুতর জখম হয়।
পরদিন এসআই মেহেদী হাসান বাদী হয়ে তেরখাদা থানায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। পরে, ৯ জুলাই মামলার ১৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন এবং বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।