প্রথমবারের মতো শিল্পকলায় ‘চাঁদ রাতে’ আনন্দ অনুষ্ঠান
ঈদুল ফিতর উপলক্ষে এবার নতুন এক সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে, যার নাম “চাঁদ রাতে”। এটি প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ মার্চ, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে শিল্পকলা একাডেমির প্রেস সচিব শফিকুল আলম ফটোকার্ড শেয়ার করে জানান, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি।”
ফটোকার্ডে আরও জানানো হয়, এটি একটি আনন্দময় সাংস্কৃতিক আয়োজন হবে, যা দেখতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। কিছু নেটিজেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, “সিম্পলি ফাটাফাটি আইডিয়া”। তবে, কিছু মানুষ এ আয়োজন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন, তাদের আশঙ্কা অনুষ্ঠানটি কতটা সফল হবে তা নিয়ে।
এটি একটি বিশেষ উদ্যোগ, যা ঈদের উৎসবকে আরও রঙিন করে তুলবে, এমনটাই আশা প্রকাশ করছেন অনেকেই।