প্রতিশোধে খুন বড় শাহীন, ফাঁদ পাতেন স্ত্রী হীরা ঢালী
খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শাহীন ওরফে বড় শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহীনকে ফাঁদে ফেলে হত্যা করার কথা খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেছেন শাহনেওয়াজ পারভেজ রনি ও তার দ্বিতীয় স্ত্রী হীরা ঢালী।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ রাতে নগরীর বাগমারা খালপাড় রোডে শাহীনকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হয় নারী-প্রলোভনের ফাঁদ। শাহীনকে হত্যার মূল পরিকল্পক ছিলেন রনি, যার বাড়ি গত ৫ আগস্ট শাহীন নেতৃত্বাধীন দলের হামলার শিকার হয়। ওই হামলায় রনির বাবা-মাকে মারধর করা হয়। ঘটনার প্রতিশোধ নিতে শাহীনকে হত্যার ছক কষেন রনি।
তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, রনি তার দ্বিতীয় স্ত্রী হীরা ঢালীকে ব্যবহার করে শাহীনকে প্রেমের অভিনয়ে ফাঁদে ফেলেন। গত ডিসেম্বর থেকে হীরার মাধ্যমে শাহীনের গতিবিধি নজরে রাখা হয়। জানুয়ারিতে হীরার সঙ্গে শাহীনের ঘনিষ্ঠতা তৈরি হলে পরিকল্পনা বাস্তবায়নের পথ মসৃণ হয়।
গত ১৫ মার্চ রাতে হীরার ডাকে শাহীন বাগমারার ভাড়া বাসায় যান। রাত সাড়ে ১১টার দিকে কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর রনি খালিশপুর পালিয়ে যান এবং হীরা বাসায় থেকে যান যাতে সন্দেহ না হয়। তবে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণে তাদের উপস্থিতির প্রমাণ মেলে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, গত ৭ এপ্রিল মহেশ্বরপাশা এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে হীরা ও আরেক সহযোগী আমিনুরকে গ্রেফতার করা হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন রনি ও হীরা।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।