পুলিশের পৃথক অভিযানে মানবপাচার মামলার আসামীসহ ৩ জন গ্রেপ্তার
লাখাই থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে মানবপাচার মামলার আসামীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ৯ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুর জেলার কচুয়া থানা পুলিশের সহযোগিতায় মানবপাচার মামলার তদন্তাধীন আসামী আব্দুল মতিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১) কে কচুয়া উপজেলার পানশাহী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার ও আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের বাদশা মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং লখনাউক গ্রামের মৃত ছাওয়াল মিয়ার ছেলে তোফাজ্জুল (২৩) কে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের ১০ আগস্ট রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।