পুলিশের পৃথক অভিযানে পলাতক ডাকাত সহ গ্রেপ্তার ২
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ২ পলাতক আসামী, একাধিক অপরাধে যুক্ত ডাকাত সহ গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে একজন ৯ বছর ধরে পলাতক ডাকাত।
থানা সূত্রে জানা যায়, ৬ এপ্রিল (রবিবার) রাতে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামে অভিযান চালিয়ে এনাম আলীর ছেলে খালেক মিয়াকে গ্রেপ্তার করেন। তিনি ৯ বছর ধরে ডাকাতি মামলার পলাতক আসামী ছিলেন। অপর এক অভিযানে, একই দিন রাতে, উপপরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ লাখাই ইউনিয়নের সুজনপুর গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আবু লায়েছকে গ্রেপ্তার করেন। তিনি জুলহাস মিয়ার ছেলে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বলেন, আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সোমবার (৭ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।