পুলিশের পৃথক অভিযানে ইউনিয়ন আওয়ামী নেতা বেনু মিয়া সহ ২ জন গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে করাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বেনু মিয়া সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় করাব ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বেনু মিয়া অভিযুক্ত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম এবং লাখাই থানার উপপরিদর্শক মৃদুল কুমার ভৌমিক, প্রণয় সরকার ও মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ করাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব সিংহগ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে মোঃ বেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে ভোর রাতে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের রেনু মিয়ার ছেলে সুমন মিয়াকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা মামলায় আসামি বেনু মিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত পলাতক আসামিকে হবিগঞ্জ সদরের সংশ্লিষ্ট আদালতে আজ শুক্রবার প্রেরণ করা হয়েছে।