পুলিশের অভিযানে সন্দিগ্ধ দুই আসামী গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের রাত্রিকালীন টহলে মোড়াকরি গ্রামের দুই সন্দেহভাজন আসামী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নুরুল আমীন (২০) এবং ওয়াহাব মিয়া (২১)।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার এএসআই আবেদ আলী এবং তার সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার দিবাগত রাতে মোড়াকরি ইউনিয়নের তিসকার পুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে ঘুরাঘুরি করতে দেখে। তাদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশ তাদের আটক করে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন, “আমার থানার পুলিশ একটি টিম নিয়ে রাত্রিকালীন টহল দিচ্ছিল, তখন গভীর রাতে ঘুরাঘুরি করতে থাকা সন্দেহজনক যুবকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার (গতকাল) হবিগঞ্জ জেলা সদরে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় রয়েছে।