পুঠিয়ায় হায়নার কামড়ে আহত ৫ জন, এলাকায় চরম আতঙ্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় হায়নার মতো দেখতে একটি হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত হয়েছেন। এছাড়া পাশের দুর্গাপুর উপজেলায়ও একই ধরনের প্রাণীর আক্রমণে একজন আহত হন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের একজন, শিবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক জানান, ৩১ জুলাই ভোররাতে হঠাৎ হায়নার মতো দেখতে একটি প্রাণী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণীটি কামড় ও আঁচড় দিয়ে তাকে রক্তাক্ত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী আইডি হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতদের মধ্যে শিবপুর এলাকার মমিনুল (ভ্যানচালক), রশিদ ও ইমরান রয়েছেন। দুর্গাপুর উপজেলার মুসা নামের একজন একইভাবে আক্রান্ত হয়েছেন।
আহতরা জানান, আক্রমণকারী প্রাণীটি হায়নার মতো দেখতে এবং তারা টেলিভিশনে এরকম প্রাণী আগে দেখেছেন।
এলাকাবাসী ইসমাইল হোসেন বলেন, “এই ঘটনায় গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ বাইরে যেতে সাহস করছে না। কেউ প্রাণীটিকে দেখেনি, তবে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই একরকম বর্ণনা দিচ্ছেন।”
এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “এই অঞ্চলে হায়নার উপস্থিতি অত্যন্ত বিরল। তবে কখনও কখনও পাগল হয়ে যাওয়া শিয়াল এ ধরনের আচরণ করে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পাগলা শিয়াল হতে পারে।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রাণীটিকে ধরতে উদ্যোগ নেওয়া হচ্ছে।