পুঠিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়নে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
৬নং জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শ্রী শ্যামল সরকারের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন ও আল-আমিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি গরীব ও অসহায় মানুষের সরকার। কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের প্রতিটি কৃষককে সংগঠিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। এছাড়াও বক্তব্য রাখেন ৬নং জিউপাড়া ইউনিয়ন বিএনপ ‘র আহ্বায়ক কাদের মোল্লা, ৬নং জিউপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব তরিকুল ইসলাম,পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন আলী,পুঠিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাহাবুর রহমান,পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি ওছির উদ্দিন।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উপজেলার প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এই কৃষক সমাবেশের মাধ্যমে এলাকার কৃষকদের সংগঠিত করা এবং তাদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা সবাইকে কৃষক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।