পুকুরে গোসলে নেমে কুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তনু ঢাকার রাজারবাগ এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র তিন মিনিটের মধ্যেই তাকে উদ্ধার করে। খুলনা সদর স্টেশনের এক ফায়ারম্যান জানান, “বিকেল ৩টার দিকে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে গিয়ে দেখি অনেক ছাত্র ও সাধারণ মানুষের ভিড়। দ্রুত পানিতে নেমে দেহ শনাক্ত ও উদ্ধার করি।”
কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার জানান, শিক্ষার্থীকে উদ্ধার করে কুয়েটের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, “দুপুর ৩টার দিকে শান্তনু গোসল করতে পুকুরে নামে। দীর্ঘ সময় ফেরত না আসায় সহপাঠীরা খোঁজ শুরু করে এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।”
মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।