পিআর সিস্টেমে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন : ফজলুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম বলেছেন, “পিআর সিস্টেমে নির্বাচনই হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন।” তিনি দাবি করেন, এই ব্যবস্থায় জাতীয় সরকার গঠন সম্ভব হবে যেখানে থাকবে না চাঁদাবাজি, কালো টাকা কিংবা পেশিশক্তির প্রভাব।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনা নিউ মার্কেট চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফজলুল করিম বলেন, “ভোটাররা সবসময় সেই প্রার্থীকে ভোট দেবে যার কাছে জান-মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। বিএনপির ভোট নেই, সময়ের সঙ্গে ভোট সবসময় পাল্টায়। এখন জনগণ চাঁদাবাজ, গুন্ডা বা দুর্নীতিবাজদের ভোট দেবে না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরের শাসনে জনগণের ওপর জুলুম করেছে। তবে বর্তমান যুগে মানুষ অত্যাচারকে ভয় না পেয়ে প্রতিবাদ করতে শিখেছে। তার মতে, এবার ভোটাররা শান্তি-প্রিয় নেতৃত্বকেই বেছে নেবে।
হাতপাখাকে শান্তির প্রতীক উল্লেখ করে ফজলুল করিম বলেন, “যারা নৌকা, লাঙ্গল বা ধানের শীষ নিয়ে ভোট করে, তারা আসলে সেই প্রতীককে ধারণ করতে পারে না। কিন্তু হাতপাখা সবার প্রয়োজন। বিদ্যুৎ থাকুক বা না থাকুক, হাতপাখা কখনও ফেল করে না। তাই হাতপাখার বিজয় মানেই জনগণের বিজয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালনা করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।