পাইকগাছায় শিক্ষক পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
খুলনার পাইকগাছায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার পরিবারকে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিববাটী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক বিজন কান্তি মণ্ডল জানান, রাতে ৩–৪ জনের একটি ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ও রড দিয়ে ছিকিনি খুলে তাদের বসতঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করে। ডাকাতরা ঘরের আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
শিক্ষক বিজন কান্তি বলেন, “ডাকাতদের হাতে পিস্তল, রড ও দেশীয় অস্ত্র ছিল। আমরা আতঙ্কে ছিলাম, চিৎকারও করতে পারিনি। পরে ঘটনার পর থানায় অভিযোগ করেছি।”
ঘটনার বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ হাতে পাইনি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।