পাঁচ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। গতকাল দুপুর ১২টায় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মসজিদ এলাকায় সমাবেশে মিলিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আলহাজ্ব এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আতাউর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ রাসেল আহমেদ, যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সায়মন আহমেদ, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মৌলানা ফরিদ আহমদসহ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং গণঅধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।