পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল ওলামার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আহ্বানে গঠিত বৃহত্তর মোমেনশাহী ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার চরহোসেনপুরস্থ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আঞ্চলিক মহাসড়ক হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার করতে হবে সংবিধানে ‘বহুত্ববাদী’ ধারা পরিবর্তন করে এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন বাতিলসহ কমিশন বিলুপ্ত করতে হবে। ফিলিস্তিনে মুসলিম নিধন এবং ভারতে মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহমদ আলী, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আজিজী, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ আহসানুল্লাহ, উপজেলা মডেল মসজিদের খতিব আহসানুল্লাহ কাসেমী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ হাসান সজীব প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক।
বক্তারা পাঁচ দফা দাবির বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এবং সমগ্র মুসলিম উম্মাহসহ দেশের শান্তি, কল্যাণ ও অগ্রগতির জন্য দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।