পাঁচবিবি শিক্ষার্থী সমিতির ঈদ পুনর্মিলনী, কৃতি মুখ সংবর্ধনা ও প্রবাহ মোড়ক উন্মোচন ২০২৫ অনুষ্ঠিত
জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী ৪১ বছরের পুরোনো সংগঠন ‘শিক্ষার্থী সমিতি পাঁচবিবি’ প্রতি বছরের ন্যায় এবারও ঈদ পুনর্মিলনী, কৃতি মুখ সংবর্ধনা ও প্রবাহ মোড়ক উন্মোচনের আয়োজন করেছে।
পাঁচবিবি শিক্ষার্থী সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) গোলাম মোসাদ্দেক (পলাশ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, টাটকা বাজারের প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী ইমরান হোসেন চৌধুরী ইমু, মেহেদী হাসান সরকার, সম্মানিত উপদেষ্টাসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাফিজুল সরকার। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সমিতির সাবেক ইভিপি ফিরোজ হোসেন ফাইন।
অনুষ্ঠান শেষে এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।