পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (১৮ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনটি প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাহিদ হোসেন, ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামুনুর রশিদ মিল্টন একজন ‘দুর্নীতিবাজ’ ও ‘ভোটচোর’ চেয়ারম্যান। তারা দাবি করেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ জনগণ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।
বক্তারা আরও দাবি করেন, মিল্টন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ঘনিষ্ঠ সহযোগী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ‘বিরোধী শক্তিকে দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন’ বলে অভিযোগ করেন তারা। তার বিরুদ্ধে ‘দলীয় প্রভাব খাটিয়ে পরিষদের কাজে স্বেচ্ছাচারিতা ও স্বচ্ছতা নষ্টের’ অভিযোগও তোলেন বক্তারা।
মানববন্ধন শেষে আয়োজকরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন। পরে ইউপি চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।