পহেলা বৈশাখে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন নিয়ে বিশেষ নির্দেশনা
আগামী পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও শাহবাগ এলাকার নিরাপত্তা এবং আয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নববর্ষ উদযাপনের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশনে থাকবে না কোনো বিরতি।
শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
তিনি বলেন, “বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের নববর্ষ আয়োজনে প্রতিফলিত হবে। এতে দেশের ২৮টি জাতিগোষ্ঠী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।”
ঢাবি প্রশাসন জানায়, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। সাধারণ জনগণ বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখ উদযাপনে অংশ নিতে পারবে। এরপর থেকে ঢাবি ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, “এবার ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে আয়োজিত হবে ‘আনন্দ শোভাযাত্রা’। এই আয়োজনের প্রতিপাদ্য— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।’”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রতিবছর বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তবে এবার রাজনৈতিক বার্তা ও ভিন্নমাত্রার উপস্থাপনার কারণে শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।