পশ্চিম জোনে কোস্টগার্ডের সক্ষমতা বাড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “এই সংযোজনের মাধ্যমে পশ্চিম জোনের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
শনিবার (১৭ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন ও নতুন স্থাপনার উদ্বোধনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও জানান, নবনির্মিত বোট ওয়ার্কশপ কেবল কোস্টগার্ড নয়, বরং মোংলা বন্দর, নৌবাহিনী, বিজিবি, নৌ পুলিশ ও বন বিভাগের জলযান রক্ষণাবেক্ষণে একটি “প্রযুক্তিনির্ভর হাব” হিসেবে কাজ করবে।
তিনি বলেন, “কোস্টগার্ড সদস্যদের উপকূলীয় এলাকায় নানা ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিতে হয়। তাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন, টাগ বোট যুক্ত করা হয়েছে। এছাড়া হাই-স্পিড বোট, সারভেইল্যান্স ড্রোন এবং ভবিষ্যতে হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা রয়েছে।”
উপদেষ্টা জানান, সম্প্রতি কোস্টগার্ড ৭৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে যারা দেশের ভেতরে গোপনে পুশ-ইন হয়েছিল। এছাড়া জানুয়ারিতে সমুদ্রে জাহাজে অবস্থান করে প্রতিবেশী দেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সফলভাবে জেলে বিনিময় করেছে, যা বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ।
তিনি বলেন, “জলদস্যু বা বনদস্যু যে হোক না কেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের তৎপরতা জোরদার করা হবে।”
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, কোস্টগার্ডকে শক্তিশালী করতে আরও ৫টি বড় বোট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং অদূর ভবিষ্যতে হেলিকপ্টার ক্রয়ের উদ্যোগ নেওয়া হবে।