পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশিদের প্রবেশ: মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিয়ে রাজ্যকে অস্থিতিশীল করছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব, কিন্তু তাদের মদদে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। তিনি দাবি করেন, বিএসএফ নারীদের ওপর নির্যাতন করছে এবং কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে গভীর চক্রান্ত রয়েছে।
মমতা বলেন, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশের সঙ্গে জড়িত নয় এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া চিঠি দেওয়া হবে। তিনি জানান, আগে বাংলাদেশ থেকে আগত ব্যক্তিদের তালিকা রাজ্যকে দেওয়া হতো, যা এখন আর হয় না। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতার অভিযোগ অস্বীকার করে বলেছেন, মমতা ভোটের রাজনীতির জন্য বাংলাকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন।
ট্যাগস :