পল্লী উন্নয়ন বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, “দীর্ঘ সতেরো বছর পর আমরা মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছি। এই অর্জনের জন্য ছাত্র-জনতার প্রতি আমি কৃতজ্ঞ। এই বিদ্যালয়কে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এলাকায় যারা মেয়েদের উত্ত্যক্ত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল বলেন, “সিনিয়রদের পাশাপাশি একজন তরুণ সভাপতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে ছিলেন। আমরা আশাবাদী, তার নেতৃত্বে বিদ্যালয় আরও এগিয়ে যাবে।”
এ সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা জোগায় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি ইতিবাচক বার্তা দেয়।