পলাশবাড়ীতে জনতার ঢলে মহাসড়ক বন্ধ, বাস থেকে নেমে জনতার সঙ্গে কথা বললেন তারেক রহমান

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রংপুরে যাত্রাপথে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে জনতার ঢলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহর ওই পথে অতিক্রম করার সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কে ভিড় করেন।
এ সময় উপস্থিত জনতাকে নিরাপত্তার কারণে বাসের কাছে আসতে বাধা দেওয়া হলে তারেক রহমান নিজেই বাস থেকে নেমে এসে জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তার এ আচরণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
পাশাপাশি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে দোয়া করেন তারেক রহমান। এ দৃশ্য উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এ সময় স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে “ভোট দিবো কিসে-ধানের শীষে”।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।



















