পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ দিন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে জনগণকে অন্ধকারে রেখে সরকার অস্থিরতা বাড়াচ্ছে। ১০ মাসেই সরকারের ভেতরে ও বাইরে সংকট স্পষ্ট হয়ে উঠছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সরকারের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন।”
চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন তিনি। তারেক বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এটি একটি নির্বাচিত সরকারের কাজ। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিতেই বেশি আগ্রহী।”
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব মোহাম্মদ মোমিনুল আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।