পরকিয়ার জের ধরে সিলেটে যুবদল নেতা খুন
সিলেটের গোলাপগঞ্জে পরকিয়ার জের ধরে যুবদল নেতা রনি হোসাইন খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলায়।
নিহত রনি হোসাইন আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তার ওপর হামলার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন ফেসবুকে পরকিয়ার বিষয় নিয়ে রাজুর বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করেন। তার সর্বশেষ পোস্টে তিনি লেখেন,
“এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে-হোটেলে ঘুরছে আর পরকীয়া করছে। এর প্রতিবাদ করায় তারা আমার নামে ফেক আইডি চালু করে মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করছে।” এই পোস্টে তিনি শেখ রাজুর সঙ্গে একজন মহিলার ছবি যুক্ত করেন।
স্থানীয়রা জানান, এই ফেসবুক পোস্ট ও অভিযোগের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।