“পতিত সরকার খুলনা শিল্পনগরীকে মৃত নগরীতে পরিণত করেছে”-বিএনপি নেতা বকুল
বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, শ্রমিকের দুটি হাতই দেশের প্রকৃত শক্তি। তিনি সেই শক্তিকে কাজে লাগিয়ে তলাবিহীন ঝুঁকিতে থাকা বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করেছিলেন।”
গতকাল মহান মে দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে খালিশপুর বিআইডিসি রোডের লিবার্টি চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, “শহীদ জিয়া বিদেশে শ্রমিক পাঠানো শুরু করেন, খাল খননের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করেন। কিন্তু জিয়ার হত্যাকাণ্ডের পর থেকে দেশের শ্রমিক শ্রেণির ভাগ্যে নেমে এসেছে অন্ধকার। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে আজ খুলনার মতো একটি প্রধান শিল্পনগরী মৃত শহরে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে খুলনার বন্ধ মিল-কারখানা ও পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির স্থায়িত্ব এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সমাবেশে প্রধান বক্তা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি স্থায়ী নিয়োগ দিতে হবে। ইউনুস সরকারের অধীনে তথাকথিত সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা চলছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন শ্রমিক নেতা উজ্জ্বল কুমার সাহা, শফিকুল ইসলাম শফি, আবুল কালাম জিয়া, খান ঈসমাইল হোসেন, আবু দাউদ দীন মোহাম্মদ, শমশের আলম, আলমগীর তালুকদার, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস ও বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি লিবার্টি চত্বর থেকে শুরু হয়ে চরেরহাট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে খুলনার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের হাজারো শ্রমজীবী মানুষ অংশ নেন।