পঞ্চগড়ে পেট্রোল পাম্পে তেলের মাপ কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে মাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানোর অভিযোগে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা নেতৃত্ব দেন এই অভিযানে।
ভ্রাম্যমাণ আদালত পাম্পে উপস্থিত হয়ে তেলের ওজন পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করেন, এবং এতে কারচুপি পাওয়া যায়। সেই ভিত্তিতে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা পরিশোধ করেন পাম্পের ম্যানেজার মোঃ জুবায়ের। এসময়, পঞ্চগড়ের সহকারি পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা জানান, ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ভোক্তাদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সঠিক পরিমাপের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।