পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে ফের আগুন, তদন্তে পুলিশ
পঞ্চগড়ের আটোয়ারীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।
বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, আগুন লাগে মূলত বাড়ির পাশে খড় ও খড়ি রাখার একটি টিনশেড ঘরে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, “মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা চিৎকার করলে আমরা ঘর থেকে বের হই। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো না এলে আগুন ঘরেও ছড়িয়ে পড়তে পারতো। আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে বের হতেও পারতাম না।”
তিনি আরও জানান, “চার মাসের নাতি-নাতনিকে নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমরা চাই, তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।”
ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদ্দাম হোসেনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছিল। ফলে তার পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত কোনো হামলা হতে পারে।