নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
রাউজানের নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফারুক এ আজমের সভাপতিত্বে, প্রধান শিক্ষক শিরিন আকতার ও শিক্ষক নেছার উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক ও মাদ্রাসা শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ পারভেজ, বিদ্যালয়ের পরিচালক আব্দুর রহিম, ডা. নজরুল ইসলাম, মনজিলা বেগম, মাকসুদুর রহমান, অভিভাবক সদস্য আবুল কালাম, মুহাম্মদ শওকত আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা ফরিদা সালমা রিতু, তানজিনা শরীফা, রেবেকা সুলতানা, নাইমাতুন্নেছা, সুভাষ চৌধুরী, আরিফা জাহান, শাহিন সুলতানা, জান্নাতুল কাউসার, সুমাইয়া আকতার, শারমিন সুলতানা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ধরণের অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে।