নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু
নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো. রিফাত (২৫) সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানির দরজায় পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে তার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান রিফাত। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম জানিয়েছেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে, যদি কোনো অভিযোগ না থাকে।