নেত্রকোনা মোহনগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ ২০২৫ ইং তারিখে মাঘান উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আল হেলাল তালুকদার। তিনি তার বক্তব্যে ইসলামের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংযমের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম লিটন, নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু ইসহাক ভূঁইয়া, উপজেলা নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহিন আলম, জামায়াত নেতা আবুল মনসুর, ময়মনসিংহ মহানগর জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ইঞ্জি. মু. আল মুজাহিদ তালুকদার, ছাত্রশিবিরের মোহনগঞ্জ উপজেলা সভাপতি ফারাবী রায়হান, সাবেক সভাপতি আকাঈদ তালুকদার ও ইউনিয়ন আমির মোঃ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের মাস। ইসলামী মূল্যবোধকে ধারণ করে সমাজের সকল স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তারা আরও বলেন, ইসলামের আলোকে রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।