নুরনগর মিরের ডাঙ্গী গোল্ড কাপ ফাইনাল: হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ চ্যাম্পিয়ন
নবাবগঞ্জের নুরনগর মিরের ডাঙ্গী নূরানী সংঘের উদ্যোগে আয়োজিত ডাঙ্গী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৬ আগস্ট ২০২৫ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ ২-১ গোলে দোহারের নাগেরকান্দা সরল সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করেছিল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক, যিনি বলেন, “যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে ফুটবলসহ বিভিন্ন খেলায় মনোনিবেশ করতে হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এবিসিসিআই-এর সভাপতি গিয়াস আহমেদ, যিনি খেলাটি উদ্বোধন করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের সভাপতি দুলাল বেহেদু।
খেলা শেষে প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করেন।
এই জয় হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘের ক্রীড়ার প্রতিভা ও দলগত সামর্থ্যকে তুলে ধরেছে এবং নবাবগঞ্জের ফুটবল সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়েছে।