নিরাপত্তাহীনতায় শিক্ষার্থী মাইনুল ইসলাম; থানায় জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে পড়ায় নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, মাইনুল ইসলাম (২৪)। তিনি বর্তমানে সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগরে ভাড়া বাসায় থাকেন। এই ঘটনায় গত ১০ মার্চ সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাইনুল ইসলাম।
জিডিতে তিনি উল্লেখ করেন যে, ৭ মার্চ ২০২৫ তারিখে ফেসবুকে কিছু ফেক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এই ফেক আইডিগুলির মধ্যে আলম শেখ, জয়নাল আবেদীন দুর্জয়, পারভেজ মোশাররফ, তারেক আল মামুন, আবুল হাসনাত আব্দুল্লাহ এবং আরও অনেক অজ্ঞাত আইডি ছিল।
মাইনুল ইসলাম জানান, গত জুলাই-আগস্ট মাসে তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে আওয়ামী দোসররা তার শত্রু হয়ে উঠেছে। এর ফলস্বরূপ, তারা নানা ধরনের হুমকি ও ক্ষতি করার চেষ্টা করছে এবং মাইনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি চালিয়ে যাচ্ছে।
তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে এ বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।